4/6পার্নোর রাত পার্টিতে হাজির ছিলেন তাঁর দুই বেস্ট ফ্রেন্ড মিমি আর অনিন্দ্য। জমিয়ে নাচ থেকে হুল্লোড়, খাওয়া-দাওয়ায় কাটল পার্টি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
5/6অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসব না’ দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন তিনি। এরপর ‘একলা আকাশ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’-র মতো ছবিতে নজর কেড়েছেন। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
6/6২০২১ বিধানসভা ভোটে বরানগর থেকে ভোটা দাঁড়িয়েছিলেন বিজেপি-র টিকিটে। যদিও জয় হয়নি। তারপর আর সেভাবে রাজনীতির ময়দানে তাঁকে চোখেও পড়েনি। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)