1/6হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ‘নাগিন’ তিনি, কিন্তু টেলিভিশনের দুনিয়ার পরিচিত নাম হয়ে উঠবার আগে একের পর এক ছবিতে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের নায়িকা হিসাবে পাওয়া গিয়েছে সায়ন্তনী ঘোষকে। আজ বিয়ের পিঁড়িতে বসছেন এই বাঙালি নায়িকা।
2/6বর্তমানে সায়ন্তনীর সাজানো সংসার মুম্বইতে, সেখানেই তাঁর কেরিয়ার। তবে প্রাণের শহর কলকাতাতেই বিয়ের পর্ব সারবেন তিনি। শনিবার রাতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিক তথা হবু বর অনুরাগ তিওয়ারির সঙ্গে বাগদান সেরে ফেললেন সায়ন্তনী।
3/6পেশায় ফিটনেস ট্রেনার অনুরাগের সঙ্গে আট বছর ধরে সম্পর্কে রয়েছেন সায়ন্তনী। অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছেন নিজেদের প্রেমকে। খুব কাছের বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতেই বাঙালি রীতি মেনে হবে দুজনের বিয়ের অনুষ্ঠান।
4/6বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠবেন সায়ন্তনী। গা ভর্তি সোনার গয়না পরবেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘লাল বেনারসি, সিঁদুর টিপ, চন্দনের কল্কা, চোখে চওড়া কাজলের টান, সোনার গয়না ছাড়া বাঙালি কনেকে মানায় নাকি?’ গত বছর অভিনেত্রীকে তাঁর ঠাকুমা ওঁনার বেনারসি দিয়ে গিয়েছিলেন। ওটা পরেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন। (ছবি-ফেসবুক)
5/6বাগদানের সময় লাল শাড়িতে পরিপাটি করে সেজেছেন সায়ন্তনী। পরনে সোনালি রঙা ব্লাউজে সাবেকিয়ানার ছোঁয়া, গা ভর্তি সোনার গয়না, আর মিষ্টি হাসিতে ঝলমলে সায়ন্তনী। হবু বউয়ের সঙ্গে রঙ মিলিয়েই সেজেছেন অনুরাগও।
6/6প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘স্বপ্ন’, ‘রাজু আঙ্কেল’, ‘সংঘর্ষ’র মতো জনপ্রিয় বাংলা ছবিতে কাজ করেছেন সায়ন্তনী। 'নামকরণ’, ‘সঞ্জীবনী’,‘নাগিন’ সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন সায়ন্তনী ঘোষ। এই মুহূর্তে 'তেরা ইয়ার হু মেয়' ধারাবাহিকে দেখা যাচ্ছে সায়ন্তনীকে।(ছবি-ইনস্টাগ্রাম)