শ্রাবন্তীর চেয়ে কম সুন্দরী নন কৃষাণ বিরাজের হবু স্ত্রী। বালিগঞ্জের মেয়ে আর্শিয়ার সঙ্গে বাগদান সারলেন এই সুপারমডেল। আগামী ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন দুজনে।
1/6জীবনে নতুন শুরু করতে চলেছেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, কৃষাণ বিরাজ। দু-দিন আগেই সে খবর জানিয়েছি আপনাদের। বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রীর দ্বিতীয় স্বামী। ইনস্টাগ্রামে হবু স্ত্রীকে ‘আমার জীবন’ বলে পরিচয় করান এই সুপারমডেল। এবার প্রকাশ্যে এল কৃষাণের হবু স্ত্রীর পরিচয়। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6জানা গিয়েছে, কৃষাণের হবু কনের নাম আর্শিয়া সিনহা (Arshiya Sinha)। প্রেম করে নয়, আর্শিয়ার সঙ্গে অ্যারেঞ্জড ম্যারেজ করতে চলেছেন কৃষাণ। দুই পরিবারের সম্মতিতেই চার হাত এক হচ্ছে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চর্চার বিষয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যে ইতি টেনে সুপার মডেলের কৃষাণের হাত ধরেছিলেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। তবে বছর ঘুরতে না ঘুরতেই সুখী দাম্পত্যে ফাটল ধরে। (ছবি-ফেসবুক)
4/6বিয়ের পরের বছরেই ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন শ্রাবন্তী-কৃষাণ। প্রায় দু-বছর পর ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালত তাঁদের ডিভোর্সে শিলমোহর দেয়। এবার আর্শিয়ার হাত ধরে নতুন জীবনের পথে কৃষাণ। জানা গিয়েছে বালিগঞ্জের মেয়ে আর্শিয়া। গত শনিবারই বাগদান সেরেছেন দুজনে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6কৃষাণের কথায় ‘আমার জীবনে দেখা সেরা মানুষ ও (আর্শিয়া। ওর আনুগত্য আমাকে মুগ্ধ করেছে। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারই খুশি।’ (ছবি-ইনস্টাগ্রাম)
6/6বাগদান সেরেই ব়্যাম্পে ফেরার প্রস্তুতিতে কৃষাণ, খুব শীঘ্রই ল্যাকমে ফ্যাশন উইকে দেখা মিলবে তাঁর। জানা গিয়েছে আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। (ছবি-ইনস্টাগ্রাম)