নুসরত-মিমির কাছের বন্ধু তনুশ্রীও এবার হাতে তুলে নিলেন বিজেপির পতাকা।
1/10আন্তর্জাতিক নারী দিবসে পদ্মশিবিরে যোগদিলেন একঝাঁক নারী। তালিকায় জ্বলজ্বল করল তৃণমূলের চার বিধায়কের পাশাপাশি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর নাম।
2/10তৃণমূল সাংসদ নুসরত-মিমির অন্যতম কাছের বান্ধবী নাম লেখাতে চলেছেন বিজেপিতে। জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। এনএফডিসির বৈঠকে যোগ দিতে এসেও সেই জল্পনা উড়িয়ে দেননি তনুশ্রী। অবশেষে সত্যি প্রমাণ হল জল্পনা।
3/10এদিনের যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। ছিলেন সব্যসাচী দত্ত। ঘোষকের ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারী।সাদা সালোয়ার আর হলুদ দুপাট্টায় সেজে অনু্ষ্ঠানে শামিল হন তনুশ্রী।
4/10যদিও সবচেয়ে বড় চমক চব্বিশ ঘন্টা আগে মোদীর ব্রিগেডেই দিয়েছে গেরুয়া শিবির। মহাগুরু মিঠুনের বিজেপির যোগদানই ছিল গতকালের সভার সবচেয়ে বড় হাইলাইট। (PTI)
5/10গেরুয়া শিবিরে তারকা সদস্যের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দিন কয়েক আগেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন শ্রাবন্তী। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
6/10ফেব্রুয়ারির মাঝামঝি সকলকে অবাক করে নুসরত জাহানের ভালো বন্ধু যশ দাশগুপ্ত বিজেপিতে যান। মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত, জানিয়েছেন যশ। (PTI)
7/10যশ-শ্রাবন্তীর পাশাপাশি একসময় যুব তৃণমূলের পরিচিত মুখ হিরণ চট্টোপাধ্যায়ও এখন বিজেপির সৈনিক।
8/10বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী পায়েল সরকারও। (PTI)
9/10রুদ্রনীল ঘোষ একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম চর্চিত প্রার্থী। থুব সম্ভবত হাওড়া থেকে ভোটের ময়দানে নামবেন রুদ্রনীল। ছবি সৌজন্য : ফেসবুক
10/10শুধু রুপোলি পর্দার তারকারাই নন, একুশের ভোটে বিজেপির বড় বাজি বাংলা টেলিভিশনের এক নম্বর শো-এর নায়কও। কৌশিক রায়ও বিজেপিতে যোগ দিয়েছেন গত মাসে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.