1/11অবশেষে সুসম্পন্ন নীল-তৃণার বিয়ের পর্ব। বৃহস্পতিবার হিন্দু রীতিনীতি মনে সাত জন্মের জন্য দাম্পত্যের বন্ধনে বাঁধা পড়লেন বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় তারকা।
2/11এবার লাইট-ক্যামেরা-অ্যাকশন বলে বিয়ের অনুষ্ঠান হল না, বরং সংস্কৃত মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্যে মিশে গেল উলুধ্বনি আর শাঁখের আওয়াজ। নীল-তৃণা বলে উঠলেন- 'যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" অর্থাৎ ‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক’।
3/11এদিন পূর্ণতা পেল নীল-তৃণার ১০ বছর পুরানো প্রেম সম্পর্ক। সব চড়াই-উতরাই পেরিয়ে মিসেস নীল ভট্টাচার্য হলেন তৃণা।
4/11বিয়ের দিন এক পারফেক্ট বাঙালি কনের লুকেই পাওয়া গেল তৃণাকে।
5/11বিয়েতে টুকটুকে লাল বেনারসিতে সেজেছেন তৃণা, ব্লাউজে সবুজ আর লালের কম্বিনেশন। গা ভর্তি গোনার গয়না। কপালে সিঁদুর আর চন্দনে রাঙানো- এক কথায় অপরূপা তৃণা।
6/11বিয়েতে নীলও পুরোদস্তুর বাঙালি সাজে তাক লাগালেন। লাল সুতোর কাজ করা পাঞ্জাবি আর লাল পার ধুতিতে সেজেছিলেন বর।