Adani Loan From SBI: আগেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১২ হাজার কোটি এবং ৬ হাজার কোটি টাকার দুটি ঋণ নিয়েছে আদানি গোষ্ঠী। রিপোর্ট অনুযায়ী, এবার নতুন কারখানার উদ্দেশ্যে ১৪ হাজার কোটি টাকার সহায়তা চায় আদানি ।
1/5গুজরাটের মুন্দ্রায় একটি কয়লা থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরির (পিভিসি) প্ল্যান্ট করবে আদানি গ্রুপ। আর তার জন্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাহায্য চান গৌতম আদানি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5SBI-এর সঙ্গে এ বিষয়ে আদানি গোষ্ঠী যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রায় ১৪,০০০ কোটি টাকার ঋণ চাই তাঁদের। ফাইল ছবি : রয়টার্স (Twitter)
3/5গত কয়েক মাসের মধ্যে, এটি ভারতের সবচেয়ে বড় ঋণের আবেদন বলা যেতে পারে। এর আগে নাভি মু্ম্বই আন্তর্জাতিক বিমানবন্দর অধিগ্রহণের জন্য ১২,৭৭০ কোটি টাকার ঋণ নিয়েছিল আদানি এন্টারপ্রাইজেস। ফাইল ছবি: পিটিআই (Twitter)
4/5এছাড়াও আদানি গ্রুপ SBI-এর সহায়তায় আরও একটি বড় অঙ্কের ঋণ পাচ্ছে। গুজরাটে কচ্ছ কপার লিমিটেডের (KCL) তামা শোধনাগার প্রকল্প স্থাপন করছে আদানি গোষ্ঠী। (ছবি সৌজন্য রয়টার্স) (Twitter)
5/5স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নেতৃত্বে ব্যাঙ্কগুলির একটি কনসোর্টিয়াম থেকে এই প্রকল্পের জন্য ৬,০৭১ কোটি টাকার ঋণের ছাড়পত্র দিয়েছে। আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের ডিরেক্টর বিনয় প্রকাশ জানিয়েছেন, আগামী ২০২৪ সালে প্রকল্পের কার্যক্রম শুরু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Twitter)