আদানি ট্রান্সমিশন ও আদানি গ্রিন শেয়ার এমনিতেই বেশ জনপ্রিয়। গত কয়েক বছরের অন্যতম ট্রেন্ডিং শেয়ার এগুলি। ইতিমধ্যেই দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
1/5আদানি গ্রুপের দুটি শেয়ারে মালামাল। আদানি ট্রান্সমিশন ও আদানি গ্রিন শেয়ার ক্রমেই উর্ধ্বমুখী। ফলে এই দুটি শেয়ারের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। ফাইল সূত্র রয়টার্স (Reuters)
4/5আদানি ট্রান্সমিশনের এই শেয়ারই ২০১৭ সালের ১৬ জুন ১১৭,৯০ টাকা করে ছিল। ৫ বছরে প্রায় ১,৬৬০% রিটার্ন দিয়েছে এই শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/5আদানি গ্রিনের শেয়ার গত ৫ বছরে ৫,৯৭১%-এরও বেশি রিটার্ন দিয়েছে। ২২ জুন ২০১৮ এই শেয়ারের দাম ছিল মাত্র ২৯.৪৫ টাকা করে। সবুজ শক্তিতে বিনিয়োগ ও তার চাহিদা বৃদ্ধির সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আদানি গ্রিনের শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)