Adani Group Stocks: কেন্দ্রের এক ঘোষণায় শেয়ার বাজারে জোরদার ধাক্কা খেল আদানি গ্রুপের একটি সংস্থা। এমনই পরিস্থিতি হয়েছে যে টানা তিনটি সেশনে ‘লোয়ার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে গৌতম আদানির মালিকাধীন সংস্থার শেয়ার।
1/7কেন্দ্রের এক ঘোষণার পরেই শেয়ার বাজারে গোত্তা খেয়ে পড়ল আদানি উইলমার। এমনই পরিস্থিতি হয়েছে যে টানা তিনটি সেশনে ‘লোয়ার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে আদানি উইলমারের শেয়ার। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/7বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) পতন হয়েছে আদানি উইলমারের। লক্ষ্মীবারে বাজারে ‘লাল’ স্তরে শুরু হয়। তারপর ‘লোয়ার সার্কিটে’ নেমে যায়। আপাতত আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ৪.৯৯ শতাংশ বা ৩৩.২ টাকায় নেমে গিয়েছে ৬৩১.৬৫ টাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/7২০ লাখ মেট্রিক টন পর্যন্ত অপরিশোধিত সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে আমদানি শুল্ক, কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস মকুব করেছে কেন্দ্র। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সেই নিয়ম কার্যকর হবে। তারপরই শেয়ার বাজারে ধাক্কা খেয়েছে আদানি উইলমার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/7সেই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, শীঘ্রই ভারতে ভোজ্য তেলের দাম কমে যেতে পারে। শেয়ার বাজারে বিভিন্ন ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার ‘স্বাস্থ্য’ কেমন থাকবে, তা সেই বিষয়ের উপর নির্ভর করবে। তবে আপাতত যা অবস্থা, তাতে আপাতত নতুন করে বিনিয়োগের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/7বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের 'লাইভ মিন্ট'-এ প্রফিটমার্ট সিকিউরিটিজের রিসার্চের প্রধান অবিনাশ গোরক্ষকর জানান, কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে আগামিদিনে ভোজ্য তেলের দাম কমবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সংস্থার ত্রৈমাসিকের পরিসংখ্যান ধাক্কা খাবে। তাই স্বল্পকালীন সময় আদানি উইলমারের শেয়ার নিম্নমুখী থাকবে বলে মনে করা হচ্ছে। নয়া বিনিয়োগ আপাতত এড়িয়ে যাওয়া ভালো। যাঁদের শেয়ার আছে, তাঁরা বাজার বন্ধের সময় ‘স্টপ লস’ বজায় রাখার বিষয়টি দেখতে হবে। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
6/7চয়েস ব্রোকিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর সুমিত বাগাড়িয়া জানিয়েছেন, আপাতত নিম্নমুখী প্রবণতা জারি আছে আদানি উইমলারের। প্রতিটি শেয়ারের দাম ৫৫০ টাকার স্তরেও নেমে যেতে পারে। যাঁরা নতুন করে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা ভালো। যাঁরা দীর্ঘদিন বিনিয়োগ করে রেখেছেন, তাঁরা ৫৫০ টাকার স্তরের ‘স্টপ লস’ পর্যন্ত বিনিয়োগ রেখে দিতে পারেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
7/7(বিশেষ দ্রষ্টব্য: বিশেষজ্ঞদের মতামত ব্যক্তিগত। তা হিন্দুস্তান টাইমস বাংলার নয়।)