আদানি গ্রুপ বাদাউন থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৪৬৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে। আদানি গ্রুপের নির্মাণ শাখার হাতে বর্তমানে ৩৫,০০০ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প রয়েছে।
1/5গঙ্গা এক্সপ্রেসওয়ের সিংহভাগ রাস্তা নির্মাণের বরাত পেল আদানি গোষ্ঠী। উত্তরপ্রদেশের দীর্ঘতম সড়কপথ হতে চলেছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। দৈর্ঘ্যে প্রায় ৫৯৪ কিলোমিটার। এর মাধ্যমে পশ্চিমের মিরাটের সঙ্গে রাজ্যের পূর্ব অংশের প্রয়াগরাজ সংযুক্ত হবে। শীঘ্রই শুরু হচ্ছে কাজ। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (AP)
2/5প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। মিরাট, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্বল, বাদাউন, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বেরেলি, প্রতাপগড় থেকে শুরু করে মোট ১২টি জেলার মধ্য দিয়ে এই রাস্তা যাবে। প্রয়াগরাজে শেষ হবে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (AP)
3/5আদানি গ্রুপ বাদাউন থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৪৬৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এই বরাত পেয়েছে। তারা ছয় লেনের এক্সপ্রেসওয়ের তিনটি ক্লাস্টার নির্মাণ করবে। পরে এটা আট লেনেও প্রসারিত করা যেতে পারে। ফাইল ছবি: এএনআই (AP)
4/5আদানি গ্রুপের নির্মাণ শাখার হাতে বর্তমানে ৩৫,০০০ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প রয়েছে। এর অধীনে ৫,000 কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করা হচ্ছে। ফাইল ছবি: এএনআই (AP)
5/5প্রকল্পগুলি ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তরপ্রদেশ সহ নয়টি রাজ্য জুড়ে বিস্তৃত। ফাইল ছবি: এপি (AP)