আদানি পাওয়ারের শেয়ার দর বর্তমানে ২৯২ টাকা করে। মাত্র ১ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ৯৮.৫০ টাকা।
1/5আগামিদিনে চড়তে পারে আদানি পাওয়ারের শেয়ার দর এমনটাই অনুমান বাজার বিশেষজ্ঞদের। IIFL সিকিউরিটিজের মতে, স্বল্পকালীন মুনাফার জন্য এই শেয়ারে বিনিয়োগ করা নিরাপদ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5আদানি পাওয়ারের শেয়ার দর বর্তমানে ২৯২ টাকা করে। মাত্র ১ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ৯৮.৫০ টাকা। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
3/5গত ৬ মাসেও আদানি পাওয়ারের পারফরম্যান্স বেশ ভালো। গত ১০৯.৭০ টাকার স্তর থেকে শেয়ারটি বেড়েছে। আর আগামিদিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
4/5গ্রীষ্মের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ে। ফলে পাল্লা দিয়ে আদানি পাওয়ারের মুনাফা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কতটা পর্যন্ত টার্গেট প্রাইস রাখা যেতে পারে? ফাইল ছবি: আদানি গ্রুপ (Reuters)
5/5বিশেষজ্ঞদের মতে, ৩৩০-৩৪০ টাকার টার্গেট প্রাইস রেখে শেয়ারটিতে বিনিয়োগ করা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Reuters)