3/5এই অধিগ্রহণের ফলে আদানি উইলমার লিমিটেড 'কোহিনুর' বাসমতি চালের পাশাপাশি 'রেডি টু কুক', 'রেডি টু ইট' কারি এবং খাবারের পোর্টফোলিওতে প্রসার বাড়াবে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)
4/5আদানি উইলমারের ফরচুন ব্র্যান্ডের মধ্যে কোহিনুরকে রাখা হবে। ফরচুন ব্র্যান্ডও ভারতে বেশ জনপ্রিয়। ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস (PTI)
5/5বিশেষজ্ঞদের মতে, এই অধিগ্রহণের মাধ্যমে আগামিদিনে কিছুটা বৃদ্ধি পেতে পারে আদানি উইলমারের শেয়ার দর। ফলে স্বল্প সময়ে ভালো রিটার্নের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। সোমবার বাজার ক্লোজিংয়ের সময় পর্যন্ত আদানি উইলমারের শেয়ার দর ছিল ৭৫১.৫০ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (PTI)