সম্প্রতি শেয়ার বাজারে আদানি গ্রুপের দুর্দান্ত সময় কাটছে। হুড়মুড়িয়ে বাড়ছে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। গত এক সপ্তাহেই দুটি সংস্থার শেয়ার এক লাখ কোটি টাকার ‘মাইলস্টোন’ ছুঁয়ে ফেলেছে।
1/4মঙ্গলবার এক লাখ কোটি টাকার ‘সীমা’ ছুঁয়ে ফেলল আদানির আরও একটি সংস্থার। আজ সকালে বাজার খোলার পর আদানি উইলমারের শেয়ার পাঁচ শতাংশ ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে। (ছবি সৌজন্যে পিটিআই)
2/4গত সাতদিনে এই নিয়ে আদানি উইলমারের দ্বিতীয় শেয়ার সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। গত সপ্তাহে সেই নজির গড়েছিল আদানি পাওয়ারের শেয়ার। আদানি পাওয়ারের বাজারের মূল্য এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। আজ আদানি পাওয়ারের বাজারমূল্য ঠেকেছে ১.১ লাখ কোটি টাকা। (ছবি সৌজন্যে রয়টার্স)
3/4তারইমধ্যে মঙ্গলবার আদানি উইলমারের প্রতিটি শেয়ারের দাম ৮০৩.১৫ টাকায় পৌঁছে গিয়েছিল। যা আদানি উইলমারের ইতিহাসে সর্বোচ্চ দাম। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/4কিন্তু কী কারণে আদামি উইলমারের শেয়ারের দাম এত বাড়ছে? বিশেষজ্ঞজের মতে, ভোজ্য তেলের যে উপাদানের প্রয়োজন হয়, সেগুলির জোগানের ঘাটতির কারণে আদামি উইলমারের শেয়ারের দাম হুড়মুড়িযে বাড়ছে। ইতিমধ্যে সোয়া তেলের দাম রেকর্ড ছুঁয়ে ফেলেছে। সেইসঙ্গে পাম তেলের রফতানি বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)