বাংলা নিউজ > ছবিঘর > Adani's interest in Bengal power project: বাংলায় বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ আদানির, হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জমা টেন্ডার

Adani's interest in Bengal power project: বাংলায় বিদ্যুৎ প্রকল্পে আগ্রহ আদানির, হিন্ডেনবার্গ বিতর্কের মাঝেই জমা টেন্ডার

আদানি-হিন্ডেনবার্গ বিতর্কের আবহে আদানিদের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এর আগেও একাধিকবার মোদী-আদানি সম্পর্ক নিয়ে তৃণমূল সরব হয়েছিল। বিশেষ করে মহুয়া মৈত্র এই বিষয়ে বেশ সরব। তবে গতবছর তাজপুর বন্দর প্রকল্পের বরাত পেয়েছিল আদানি। গৌতম আদানি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তবে বদলেছে সমীকরণ। তবে বাংলায় আগ্রহ হারায়নি আদানি।