ভারতীয় দলের ব্যাটারদের ওপর অজি বোলাররা কার্যত সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছে অ্যাডিলেডের মাটিতে। যে যশস্বী জয়সওয়াল স্টার্ককে স্লেজিং করে বলেছিলেন, যে তাঁৎ বল স্লো আসছে। সেই যশস্বী নিজে দ্বিতীয় টেস্টে করলেন ৩০এরও কম রান, কিন্তু স্টার্ক নিয়ে চলে গেলেন ম্যাচে ৮টি উইকেট। এর থেকে শান্ত স্টার্কই ভালো ছিল, মুডে ছিল না। ভারতের সুবিধা ছিল।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
দাদাদের ব্যর্থতায় লড়লেন নীতীশ-
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে শেষ হয়ে যায় ১৭৫ রানে। বিরাট থেকে রোহিত, দুই ইনিংসেই ফ্লপ করেন ভারতের সেরা ব্যাটাররা। বড় দাদারা ফ্লপ খেলে, বারবার কি আর পন্ত, গিল, জয়সওয়াল বাঁচাতে আসবে নাকি। নীতীশ রেড্ডি তাও লড়েছেন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৪২ রান করেছেন তিনি। তাতেই সম্মানরক্ষা হয়েছে আরকি। নাহলে আরও আগে এই টেস্ট শেষ হয়ে যেত।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
লজ্জার রেকর্ড ভাঙল অ্যাডিলেডে-
আসলে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টেস্টের মধ্যে ভারতীয় দলের বিরুদ্ধে অ্যাডিলেডে হওয়া অস্ট্রেলিয়ার এই ম্যাচ অন্যতম কনিষ্ঠতম ম্যাচে। মানে বলের নিরিখে আর কি, এই ম্যাচ দ্রুততম শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৩২ সালে সব থেকে কম বল ৬৫৬ বলেই শেষ হয়েছিল টেস্ট ম্যাচ। আর ভারতের বিরুদ্ধে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট চলল ১০৩১ বল পর্যন্ত। তা অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম শেষ হওয়া টেস্টগুলোর মধ্যে( বলের নিরিখে) প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম শেষ হওয়া টেস্ট ( বলের নিরিখে)
১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দঃ আফ্রিকার ম্যাচ শেষ হয় মাত্র ৬৫৬ বলে
২০২২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়া বনাম দঃ আফ্রিকার ম্যাচ শেষ হয় মাত্র ৮৬৬ বলে
১৮৯৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ শেষ হয় ৯১১ বলের মধ্যেই
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শেষ হল ভারতের বিপক্ষে, মাত্র ১০৩১ বলেই
১৯৫০ সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টেস্ট শেষ হয়েছিল ১০৩৪ বলে
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
হিসেব মতো ৭৪ বছর পুরনো এক রেকর্ডই ভারত বনাম অস্ট্রেলিয়ার এই ম্যাচে ভেঙে গেল। এমনিতে দেখলে দুই দলের ব্যাটারদের জন্যই এই রেকর্ডটি যথেষ্ট লজ্জা। তবে অস্ট্রেলিয়া দলের ব্যাটারার ভারতের তুলনায় গোলাপি বল ভালো সামাল দিয়েছে, তাই বিরাটদের ত্রুটির দিকটিই বেশি বেরচ্ছে। টিম ইন্ডিয়াকে ব্রিসবেনে পরের টেস্টে ঘুরে দাঁড়াতেই হবে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ খোলা রাখতে হয়, নাহলেই খেলা শেষ হয়ে যাবে বলা যায়।