Adenovirus SOP by KMC: অ্যাডিনোভাইরাস রুখতে তৎপর পুরসভা, জারি নির্দেশিকা, অভিভাবকরা জেনে রাখুন
Updated: 23 Feb 2023, 10:54 AM IST Abhijit Chowdhury 23 Feb 2023 adenovirus, adenovirus treatment, flu and adenoviruses infection, west bengal registers sharp spike in adenovirus cases, kolkata municipal corporation, adenovirus symptoms, অ্যাডিনোভাইরাস, কলকাতা পুরসভার অ্যাডিনোভাইরাস নির্দেশিকাঅ্যাডিনোভাইরাসের জেরে কলকাতা তথা গোটা বঙ্গে ক্রমেই আতঙ্ক বাড়ছে। অ্যাডিনো ভাইরাসের জেরে গতকালই রাজ্যে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রপ্রতি পুরস্কারপ্রাপ্ত কিশোরী উর্জাসাথী রায়চৌধুরী মাত্র ১৩ বছর বয়সে মারা গিয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে পিয়ারলেস হাসপাতালে ভরতি ছিল সে। এই আবহে এবার পুরকর্মীদের উদ্দেশে নির্দেশিকা জারি করল পুরসভা।
পরবর্তী ফটো গ্যালারি