জোস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। দারুণ উইকেট কিপিং ও ব্য়াটিং করার পাশাপাশি নেতৃত্বটাও বেশ ভালো করছেন। ভারেতের বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক বল পরিবর্তন করাটা তারই প্রমাণ ছিল। যেভাবে আদিল রশিদকে বাটলার ব্যবহার করেছিলেন তা সত্যি অসাধারণ।
1/5জোস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। দারুণ উইকেট কিপিং ও ব্য়াটিং করার পাশাপাশি নেতৃত্বটাও বেশ ভালো করছেন। ভারেতের বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক বল পরিবর্তন করাটা তারই প্রমাণ ছিল। যেভাবে আদিল রশিদকে বাটলার ব্যবহার করেছিলেন তা সত্যি অসাধারণ। এখন দেখার ফাইনালে তিনি কতটা সফল হতে পারেন। এছাড়াও ফাইনালে তাঁর ব্যাট কীভাবে কথা বলে। (ছবি-এএফপি)
2/5২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে জোস বাটলার ও অ্যালেক্স হেলস যে ভাবে ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তাতে পাকিস্তানের ঘুম উড়তেই পারে। তবে এই জুটি পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে কেমন পারফরমেন্স করে সেটাই দেখার। (ছবি-পিটিআই)
3/5আদিল রশিদ ইংল্যান্ডের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন। ভারতের বিরুদ্ধে সেভাবে স্পিন বোলিং করেছেন সেটা সকলের নজর কেড়েছে। এছাড়াও আদিল রশিদ ইংল্যান্ড দলকে ব্যাটিং-এর গভীরতাও দিচ্ছেন। (ছবি-এএফপি)
4/5ক্রিস জর্ডনের দলে ফেরাটা ইংল্যান্ড দলকে বেশ শক্তি দিয়েছিল। তবে শিরোপা লড়াইয়ের আগে ইংল্যান্ডের জন্য সুখবর এসেছে। অন্যদিকে পাকিস্তানের জন্য শঙ্কার ঘণ্টা। কারণ ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উডকে আবারও বোলিং করতে দেখা যেতে পারে। (ছবি-আইসিসি টুইটার)
5/5স্যাম কারানের অলরাউন্ড পারফরমেন্স জোস বাটলারকে ভরসা দিচ্ছেন। তবে শুধু স্যাম কারান নয়, ইংল্যান্ড দলের অলরাউন্ডারের সংখ্য়া বাটলারকে ফাইনালের আগে ভরসা দিচ্ছে। তবে তাদের পারফরমেন্স কী হয় তার উপর তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। (ছবি-এএফপি)