বাংলা নিউজ > ছবিঘর > আদিলের স্পিন, স্যামের স্পিড সঙ্গে হেলসের ফর্ম-দেখুন ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা

আদিলের স্পিন, স্যামের স্পিড সঙ্গে হেলসের ফর্ম-দেখুন ইংল্যান্ডের শক্তি ও দুর্বলতা

জোস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। দারুণ উইকেট কিপিং ও ব্য়াটিং করার পাশাপাশি নেতৃত্বটাও বেশ ভালো করছেন। ভারেতের বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক বল পরিবর্তন করাটা তারই প্রমাণ ছিল। যেভাবে আদিল রশিদকে বাটলার ব্যবহার করেছিলেন তা সত্যি অসাধারণ।