Aditya L1 in Earth Orbit: যাত্রার শুরুতে পরীক্ষায় উত্তীর্ণ আদিত্য, PSLV-র সাহায্যে সঠিক পথে এগোচ্ছে সৌরযান
Updated: 02 Sep 2023, 01:51 PM ISTউৎক্ষেপণ সফল হয়েছে। পৃথিবী ছেড়ে মহাকাশে পৌঁছেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। আর এরপর প্রথম 'ক্লাসটেস্টে' অনায়াসে পাশ করল এই মিশন। এই নিয়ে কিছুক্ষণ আগেই এই নিয়ে একটি বড় আপডেট দিল ইসরো। সফল ভাবে আদিত্য এল১-কে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে পিএসএলভি রকেটটি।
পরবর্তী ফটো গ্যালারি