বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Latest Update by ISRO: সফল ইসরো, পৃথিবীর মোহ কাটিয়ে সূর্যের পথে আদিত্য, গন্তব্যে পৌঁছতে লাগবে কতদিন?

Aditya L1 Latest Update by ISRO: সফল ইসরো, পৃথিবীর মোহ কাটিয়ে সূর্যের পথে আদিত্য, গন্তব্যে পৌঁছতে লাগবে কতদিন?

পৃথিবীর মোহ কাটিয়ে অবশেষে নিজের কাঙ্খিত গন্তব্যের উদ্দেশে রওনা দিল আদিত্য এল১। গতরাতে পঞ্চমবার কক্ষপথ বদল করে পৃথিবীর 'স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স' থেকে বিদায় নেয় আদিত্য। ইসরোর সৌরাভিযানের অন্যতম কঠিন পরীক্ষা ছিল এটি। এবং সাফল্যের সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ আদিত্য।