বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Mission Destination: সূর্য পর্যন্ত তো যাবে না আদিত্য, তাহলে ইসরোর সৌরযানের গন্তব্য কোথায়, কত দূরে?

Aditya L1 Mission Destination: সূর্য পর্যন্ত তো যাবে না আদিত্য, তাহলে ইসরোর সৌরযানের গন্তব্য কোথায়, কত দূরে?

আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে উৎক্ষেপণ করা হবে আদিত্য এল১ স্যাটেলাইট। এট সরাসরি সূর্য পর্যন্ত যাবে না। তবে নির্দিষ্ট দূরত্বে একটি জায়গায় পৌঁছে সেখান থেকেই সূর্যের ওপর নজর রাখবে আদিত্য। গন্তব্যে পৌঁছতে কতদিন সময় লাগবে এই সৌরযানের?