বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Next Maneuver: পরপর দু'টি পরীক্ষায় পাশ, মহাকাশে পরবর্তী পরীক্ষায় কবে বসবে সৌরযান আদিত্য?

Aditya L1 Next Maneuver: পরপর দু'টি পরীক্ষায় পাশ, মহাকাশে পরবর্তী পরীক্ষায় কবে বসবে সৌরযান আদিত্য?

সফল ভাবে পিএসএসভি রকেটে চেপে গত শনিবার মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১। আর এরই মধ্যে প্রাথমিক ভাবে নিজের পরীক্ষাগুলিতে সাবলীল ভাবে উত্তীর্ণ হচ্ছে এই স্যাটেলাইট। এই আবহে ইসরো জানিয়ে দিল, আদিত্য আজ ভোরের দিকে আরও একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফুল মার্কস পেয়ে।