বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Solar Mission: শনির রাতে যখন সবাই ঘুমে, তখনই মহাকাশের পরীক্ষায় বসে ফুলমার্কস পেল আদিত্য

Aditya L1 Solar Mission: শনির রাতে যখন সবাই ঘুমে, তখনই মহাকাশের পরীক্ষায় বসে ফুলমার্কস পেল আদিত্য

ফের এক পরীক্ষায় বসল আদিত্য এল১। আর আবারও খুবই দক্ষতার সঙ্গে সেই পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ হল সে। শনিবার গভীর রাতে যখন গোটা দেশ ঘুমোচ্ছে, তখনই ইসরোর এই স্যাটেলাইট পরীক্ষায় বসে এবং অনায়াসে সেই পরীক্ষা পাশ করে সে। এরপর রাতেই আদিত্যর রিপোর্ট কার্ড পেশ করে ইসরো।