বাংলা নিউজ > ছবিঘর > Aditya L1 Solar Mission Latest Update: আজ গভীর রাত ৩টের সময় ফের পরীক্ষায় বসবে আদিত্য এল১, আপডেট দিল ইসরো

Aditya L1 Solar Mission Latest Update: আজ গভীর রাত ৩টের সময় ফের পরীক্ষায় বসবে আদিত্য এল১, আপডেট দিল ইসরো

সফল ভাবে পিএসএসভি রকেটে চেপে গত শনিবার মহাকাশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১। আর এরই মধ্যে প্রাথমিক ভাবে নিজের পরীক্ষাগুলিতে সাবলীল ভাবে উত্তীর্ণ হচ্ছে এই স্যাটেলাইট। এই আবহে ইসরো জানিয়ে দিল, আদিত্যর পরবর্তী পরীক্ষা হবে আগামী ৫ সেপ্টেম্বর, 'ভোর' ৩টের সময়।