Advance from EPF Account: বাড়ি বানানোর জন্য টাকা চাই? ব্যাঙ্কে না গিয়ে নিজেরই 'গুপ্তধন' থেকে ধার নিন
Updated: 25 May 2023, 11:12 AM ISTটাকার প্রয়োজন? তবে ব্যাঙ্কে দৌড়ঝাঁপ করার সুযোগ নেই। টাকার অভাবে পছন্দের বাড়ি কেনা হচ্ছে না বা চিকিৎসা আটকে গিয়েছে? তাহলে সহজেই নিজের ইপিএফও অ্যাকাউন্ট থেকে নিজেরই জমানো তহবিল থেকে টাকা তুলে কাজে লাগাতে পারেন। এর জন্য যৎসামান্য খাটতে হবে আপনাকে।
পরবর্তী ফটো গ্যালারি