টাকার প্রয়োজন? তবে ব্যাঙ্কে দৌড়ঝাঁপ করার সুযোগ নেই। টাকার অভাবে পছন্দের বাড়ি কেনা হচ্ছে না বা চিকিৎসা আটকে গিয়েছে? তাহলে সহজেই নিজের ইপিএফও অ্যাকাউন্ট থেকে নিজেরই জমানো তহবিল থেকে টাকা তুলে কাজে লাগাতে পারেন। এর জন্য যৎসামান্য খাটতে হবে আপনাকে।
1/5অবসরকালে চাকরিজীবীদের ভবিষ্যত নিশ্চিত করার কাজ করে ইপিএফও বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কেন্দ্রীয় সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে তৈরি রয়েছে এই সংস্থাটি। ভারতের সংগঠিত ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য অবসরকালীন সঞ্চয় প্রকল্প চালায় সংস্থাটি। তবে প্রয়োজনে আপনি অবসরের আগেই আপনার পিএফ তহবিল থেকে টাকা তুলতে পারেন।
2/5ইপিএফও গ্রাহকরা অবসর গ্রহণের আগেও চাকরি হারালে বা নির্দিষ্ট কয়েক মাস সংস্থার থেকে বেতন না পেলে তহবিল থেকে টাকা তুলতে পারেন। তাছাড়াও চিকিৎসা, জরুরি প্রয়োজন, বিয়ে, শিক্ষা এবং হোম লোন পরিশোধের জন্যও ইপিএফ থেকে টাকা তোলার অনুমতি মেলে। ইপিএফও বাড়ি মেরামত, বাড়ি তৈরি বা বাড়ি কেনার জন্য পিএফ থেকে টাকা তোলার অনুমতি দিয়ে থাকে। এর জন্য কর্মীদের কমপক্ষে ৭ বছর ইপিএফও-র সদস্য থাকতে হয়। অর্থাৎ, ৭ বছর ধরে ইপিএফ-এ তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা জমা পড়তে হবে।
3/5এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে তাদের ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। এর আগে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে এত দিন বেশ কয়েকটি ফর্ম পূরণ করতে হত। এখন কেবলমাত্র একটি ফর্ম পূরণ করলেই বিশেষ ক্ষেত্রে টাকা পাওয়া যায়। অনলাইনে ফর্ম ৩১ ভরে তা জমা দিলেই টাকা তোলা যায় ইপিএফ থেকে।
4/5ইপিএফ অ্যাকাউন্টে আপনার থেকে যত টাকা জমা পড়েছে, প্রয়োজনে তার ৫০ শতাংশ একবারে তুলতে পারেন আপনি। এর জন্য অনলাইনে কয়েকটি ধাপ মেনে এগিয়ে গেলেই কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যদিও বিশেষজ্ঞদের মতে, অবসরের আগে ইপিএফও থেকে টাকা তোলা বুদ্ধিমানের কাজ নয়।
5/5টাকা তুলতে কী করতে হবে? উমং অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্টার করুন। অ্যাপে ইপিএফও বিকল্পটি বেছে নিন। এরপর আপনার ইউএএন নম্বরটি দিয়ে লগইন করুন। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি গেলে তা দিয়ে দিন সেখানে। পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিকল্প বেছে নিয়ে ফর্ম ফিল-আপ করুন। ফর্মটি জমা দিলে আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন। সেই রেফারেন্স নম্বর ব্যবহার করে নিজের অনুরোধের গতিবিধি ট্র্যাক করতে পারবেন। এর কয়েকদিন পরেই ইপিএফ আপনার অ্যাকাউন্টে টাকা জমা করে দেবে।