করোনা মহামারীর পর বক্স অফিসে মুক্তি পেয়েছে সূর্যবংশী, পুষ্পা. ৮৩, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি।
1/6করোনা মহামারীর ফলে অন্যান্য় ইন্ডাস্ট্রির মতো প্রভাব পড়েছে বলিউডেও। শ্যুটিং, ছবি মুক্তি বন্ধ ছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। করোনা পরবর্তীতে বেশ কয়েকটি বলিউড ছবি মুক্তি পেয়েছে যেগুলি বক্স অফিসে ১০০ কোটির উপর ব্যবসা করেছে। ফলে করোনা পরবর্তীতে বক্স অফিস চাঙ্গা করতে সহায়তা করেছে এই ছবিগুলি।
2/6সূর্যবংশী- ২০২১ সালের ৫ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি প্রায় দেড় বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে ১৯৬ কোটির ব্যবসা করেছে ‘সূর্যবংশী’।
3/6পুষ্পা- আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা'। ২০২১ সালে ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি সব ভাষায় ৩০০ কোটির ব্যবসা করেছে। শুধুমাত্র হিন্দি ভার্সনে ১০৮ কোটির ব্যবসা করেছে।
4/6৮৩- ২০২১ সালের ২৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ছবি ‘৮৩’। বিগ বাজেটের এই ছবিটি ১০৯ কোটি আয় করেছে।
5/6গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি- সঞ্জয় লীলা বনশালির ছবি 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ১২৩ কোটি আয় করেছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
6/6দ্য কাশ্মীর ফাইলস- বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ঝড় তুলেছে বক্স অফিসে। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী দর্শন কুমার সহ অন্যান্য অভিনেতারা। ছবিটি এখন পর্যন্ত ২০০ কোটির উপর ব্যবসা করেছে।