রোজ লিপস্টিক লাগানোর অভ্যাস থাকলে বাজারে চলতে থাকা লিপস্টিকের শেডের ট্রেন্ডেরও খবর রাখতে হবে তো! সেই নিরিখে এই মুহূর্তে বাজারে বেশ জনপ্রিয়তা রয়েছে লিপস্টিকের ক্লাসিক রেড শেডের। আর কোন শেড বাজারে ট্রেন্ডে রয়েছে জেনে নিন।
1/6সাজ ক্যাসুয়াল হোক বা জাঁকজমকের, সামান্য লিপস্টিক ঠোঁটে না মেখে বের হতে পছন্দ করেন না অনেকেই। অনেকের কাছে লিপস্টিকের রঙ শেষ কথা, অনেকে আবার লিপস্টিকের ধরন বেশি প্রাধান্য পায়। তবে রোজ যদি আপনি লিপস্টিক ব্যবহার করেন, তাহলে ঠোঁটকেও সেভাবে যত্নে রাখতে হবে। দেখে নিন, রোজ লিপস্টিক পরার আগে ঠোঁটের যত্ন কীভাবে নেবেন। রইল কিছু ট্রেন্ডিং শেডের খবরও।
2/6লেবুর রস- অতিরিক্ত প্রসাধনী ব্যবহার কিম্বা ধূমপানের ফলে ঠোঁট অনেক সময়ই কালো হয়ে যায়। তারফলে কালো ঠোঁটকে গোলাপী করতে রোজ ঠোঁটে লাগিয়ে নিন লেবুর রস। এতে ঠোঁট হবে গোলাপী।
3/6ঠোঁট ভালো রাখতে শসা- ঠোঁট যদি নরম ও ছোপহীন রাখতে চান, তাহলে শশা থেঁতো করে তাতে মধু মিশিয়ে খানিকক্ষণ রেখে দিন। এতে ঠোঁট হবে নরম ও গোলাপী।
4/6ঠোঁটে এভাবে লাগান দুধের সর- ঠোঁট একেবারে গোলাপী রাখতে চাইলে আগেই নজর দিতে হবে দাগ ছোপ সরানোর দিকে। সেক্ষেত্রে দুধের সররে সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে নিন। আর সেই মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাখুন খানিকক্ষণ। এতে ঠোঁট হবে সুন্দর।
5/6ঠোঁটে লাগান এই তেল- রোজের লিপস্টিকের ছোপ তোলার জন্য নারকেল খুবই কাজের। তবে রোজ রাতে শোবার আগে আমন্ড তেল লাগিয়ে নিতে পারেন ঠোঁটে। এতে ঠোঁটের হারানো উজ্জ্বলতা ফিরবে।
6/6লিপস্টিকের ট্রেন্ডিং শেড- রোজ লিপস্টিক লাগানোর অভ্যাস থাকলে বাজারে চলতে থাকা লিপস্টিকের শেডের ট্রেন্ডেরও খবর রাখতে হবে তো! সেই নিরিখে এই মুহূর্তে বাজারে বেশ জনপ্রিয়তা রয়েছে লিপস্টিকের ক্লাসিক রেড শেডের। এছাড়াও নিউট্রাল শেড হামেশাই বাজার কাঁপায়। গ্লিস্টার লিপস্টিক পার্টির সাজে বেশ ট্রেন্ড করছে, এছাড়াও গয়না যদি অ্যান্টিক হয়, আর তা সোনার না হয়, তাহলে ব্রাউনিশ শেড ট্রাই করতে পারেন। তবে তা ডার্ক শাড়ি বা গাউনে বেশি মানায়। ভিভা ম্যাজেন্টা ২০২৩ এর শুরু থেকে ক্লিক করে গিয়েছে বাজারে। এছাড়াও ওম্ব্রে লিপস, ব্লু লিপস্টিক বাজারে হিট অ্যান্ড হট!