1/7দেশি গার্ল কি একদম পছন্দ নয় সলমনের? তাই তো কখনও ক্যাটরিনা, কখনও জ্যাকলিন, কখনও আবার ইউলিয়ার সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের চিরযুবক সলমন খানের। এখন বি-টাউনে জোর গুঞ্জন রোমানিয় সুন্দরী ইউলিয়াকে ভুলে ফের প্রেমে পড়েছেন সলমন। (ছবি-ইনস্টাগ্রাম)
2/7সলমন খানের নতুন প্রেমিকার তকমা পেয়েছেন সামান্থা লকডউ। ‘দ্য হিরো’, এবং ‘হাওয়াই ফাইভ ও ফেম’ খ্যাত সামান্থার সঙ্গে ভাইজানের ঘনিষ্ঠতার খবর এখন জোর চর্চায়। আসলে কোনও বিদেশি নায়িকা বলিউডে কেরিয়ার গড়তে চাইলেই স্মরণাপন্ন হন সল্লু মিঁয়ার। এবারও নাকি তেমনই দশা।
3/7ডিসেম্বরে জয়পুরের এক বিয়ে বাড়িতে সামান্থার সঙ্গে সলমনের ছবি ভাইরাল হয়, এরপর গত ২৬ ডিসেন্বরের রাতে সলমনের পানভেল ফার্ম হাউজে হাজির ছিলেন সামান্থা, সেখানেই উদযাপন হয়েছেন সলমনের জন্মদিন। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7সলমন খানকে ‘নাইস গাই’ আখ্যা দিলেন সামান্থা, তবে সত্যি কি প্রেম করছেন তাঁরা? সবটা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই মার্কিন সুন্দরী।
5/7 বলিউড হাঙ্গামাকে সলমনের সঙ্গে লিঙ্ক আপের জল্পনা নিয়ে সামান্থা জানিয়েছেন, ‘আমার মনে হয় মানুষজন বড্ড বেশি ভাবেন। আমি সলমনের সঙ্গে দেখা করেছি। উনি খুব ভালো মানুষ। কোথা থেকে মানুষের মনে এই ভাবনা এল আমি জানি না। আমি তো হৃতিকের সঙ্গে দেখা করেছি, কই সেটা নিয়ে তো কেউ কিছু বলছে না। বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলে আমার মনে হয়’।
6/7সলমনের জন্মদিনের পার্টির অভিজ্ঞতার কথা শেয়ার করে সামান্থা বলেন, ‘ওখানে সবাই আমার জন্য অচেনা ছিল। একমাত্র সলমনেই আমি চিনতাম। ওখানে গিয়ে অনেকের সঙ্গে পরিচয় হল, জানলাম, চিনলাম। আমার কাছে ওটা একটা সুন্দর মানুষে ভরপুর পার্টি ছিল। দারুণ অভিজ্ঞতা, খুব ভালো আলোচনাও হয়েছে। ঝলমলে এক সন্ধ্যা’।
7/7তবে কি ইউলিয়াকে ভুলে নতুন বিদেশিনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সলমন? নাকি সামন্থার কথা মতো সবটাই কিছু মানুষের কল্পনাপ্রসূত? উত্তরটা তো সময়ই বলে দেবে।