আদালত বলছে, যেভাবে বিবাহিত ছেলে তাঁর বাবা মায়ের দু... more
আদালত বলছে, যেভাবে বিবাহিত ছেলে তাঁর বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকা প্রাপ্য, তেমনভাবেই বিবাহিত মেয়েও এই টাকার অধিকারী হবেন। ২০১২ সালের ১২ এপ্রিল এক দুর্ঘটনায় ৫৭ বছর বয়সী রেনুকার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর বীমা সংস্থা রেনুকার স্বামী, তিন মেয়ে ও এক ছেলে ক্ষতিপূরণ দাবি করে বীমা সংস্থার থেকে। সেই মামলা ঘিরেই এই রায়।
1/4বাবা মায়ের মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকা তাঁদের বিবাহিত মেয়ে পাবেন কি না, এই নিয়ে বহু প্রশ্ন নানা সময়ে দানা বেঁধেছে। আর এবার সেই ইস্যুতে কর্ণাটক হাইকোর্ট দিয়েছে বড়সড় রায়। আদালত সাফ জানিয়েছে বিবাহিত মেয়েরাও এবার বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকার অধিকারী হবেন। ফাইল ছবি: আইস্টকফটো (iStockPhoto)
2/4আদালত বলছে, যেভাবে বিবাহিত ছেলে তাঁর বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকা প্রাপ্য, তেমনভাবেই বিবাহিত মেয়েও এই টাকার অধিকারী হবেন। আদালত বলছে, 'বিবাহিত মেয়ে নাকি বিবাহিত ছেলে' তা নিয়ে কোনও বিভাজন এক্ষেত্রে ঠিক নয়। উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে উঠেছিল মামলা। জনৈক রেনুকার বিবাহিত মেয়ে এই মামলা দায়ের করেন। (HT Photo) (iStockPhoto)
3/4উল্লেখ্য, ২০১২ সালের ১২ এপ্রিল এক দুর্ঘটনায় ৫৭ বছর বয়সী রেনুকার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর বীমা সংস্থা রেনুকার স্বামী, তিন মেয়ে ও এক ছেলে ক্ষতিপূরণ দাবি করে বীমা সংস্থার থেকে। সংস্থা ৫, ৯১,৬০০ টাকা ৬ শতাংশ সুদে পরিবারের সদস্যদের দেয়। বীমা সংস্থার দাবি, এক্ষেত্রে রেনুকার বিবাহিত মেয়ে কিছুতেই এই ক্ষতিপূরণের টাকা দাবি করতে পারেন না, কারণ তিনি অন্যের উপর নির্ভরশীল। এই বক্তব্যে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। (PTI) (iStockPhoto)
4/4বীমা সংস্থাকে আদালত সাফ জানিয়েছে, 'নির্ভরতা' বিভিন্ন রকমের হতে পারে। তা আবেগের ক্ষেত্রেও যেমন হতে পারে তেমন শারীরিক নির্ভরতাও হতে পারে। আর নির্ভরতার এই সমস্ত দিকের সঙ্গে টাকার তুলনা টানা ঠিক নয়। ফলে সাফ বার্তায় জানানো হয় যেস বিবাহিত মেয়েও তাঁর বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর বীমার টাকার ক্ষতিপূরণ পেতে পারে। প্রতীকী ছবি। (iStockPhoto)