Insurance Money for Daughters: বাবা মায়ের মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকা কি বিবাহিত মেয়ে পেতে পারেন? আদালত কী জানাল
Updated: 11 Aug 2022, 05:40 PM IST Married daughters also entitled for insuarance, married daughters can have compensation on insurance after oarents death, বাবা মায়ের মৃত্যুর পর বীমার টাকা পেতে পারেন বিবাহিত মেয়ে, বীমার টাকার প্রাপ্তি নিয়ে নিয়ম Sritama Mitra 11 Aug 2022আদালত বলছে, যেভাবে বিবাহিত ছেলে তাঁর বাবা মায়ের দু... more
আদালত বলছে, যেভাবে বিবাহিত ছেলে তাঁর বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যুর পর বীমার ক্ষতিপূরণের টাকা প্রাপ্য, তেমনভাবেই বিবাহিত মেয়েও এই টাকার অধিকারী হবেন। ২০১২ সালের ১২ এপ্রিল এক দুর্ঘটনায় ৫৭ বছর বয়সী রেনুকার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর বীমা সংস্থা রেনুকার স্বামী, তিন মেয়ে ও এক ছেলে ক্ষতিপূরণ দাবি করে বীমা সংস্থার থেকে। সেই মামলা ঘিরেই এই রায়।
পরবর্তী ফটো গ্যালারি