করোনাভাইরাসের প্রকোপে গত মার্চ থেকে বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। অবশেষে দীর্ঘ ন'মাস পর শুরু হতে চলেছে টয় ট্রেন। মেনে চলতে হবে করোনা-বিধি। একনজরে দেখে নিন বিস্তারিত তথ্য -
1/4দীর্ঘ ন'মাসের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামিকাল (২৫ ডিসেম্বর) থেকে আবারও শুরু হতে চলেছে টয় ট্রেন। (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)
2/4দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা একে মিশ্র বলেন, 'আমরা পরিষেবা আবারও শুরু করতে তৈরি ছিলাম। পরিষেবা শুরুর জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেয়েছি আমরা। প্রাথমিকভাবে ২৫ ডিসেম্বর দার্জিলিং এবং ঘুমের মধ্যে জয়রাইড শুরু হবে।' (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)
3/4যাত্রীদের করোনাভাইরাস বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক, পালন করতে হবে সামাজিক দূরত্বের বিধি, ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার। (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)
4/4জয়রাইডের জন্য খরচ পড়বে ১,০০০, ১,৫০০ এবং ১,৬০০ টাকা। (ছবি সৌজন্য, ফেসবুক @PiyushGoyalOfficial)