জি বাংলার নতুন নায়িকা ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী মোহনা মাইতি। আসছে ‘গৌরী এলো’।
1/7টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া জি বাংলার নতুন বাজি ‘গৌরী এলো’। ‘পিলু’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর পর আরও এক নতুন সিরিয়াল আসছে জি বাংলায়। চ্যানেল প্রথম প্রোমো ইতিমধ্যেই সামনে এনেছে। যা দেখে রীতিমতো উত্তেজিত ভক্তরা। তবে উঠছে প্রশ্নও! (ছবি-সৌজন্যে ইনস্টাগ্রাম)
2/7তবে গৌরী এলো-র প্রোমো দেখে নায়িকাকে বেশ চেনা চেনা ঠেকলেও অনেকেই ঠিক চিনে উঠতে পারছেন না। তাই জেনে নিন কে জি বাংলার এই নতুন নায়িকা!
3/7ডান্স বাংলা ডান্স-এর প্রতিযোগী মোহনা মাইতি এবার হতে চলেছেন গৌরী। তাঁকেই নিজেদের নতুন সিরিয়ালের নায়িকা হিসাবে বেছে নিল চ্যানেল। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7জি বাংলায় দিন কয়েক আগেই শুরু হয়েছে ‘পিলু’। সেই ধারাবাহিকেরও মুখ এই ডান্স রিয়ালিটি শো-এর প্রতিযোগী মেঘা দাঁ। মেঘার পর আরও এক 'ডিবিডি' প্রতিযোগিকে নায়িকা হওয়ার সুযোগ দিল চ্যানেল। (ছবি-ইনস্টাগ্রাম)
5/7গৌরী এলো ধারাবাহিকে মোহনার নায়কের ভূমিকায় থাকছেন টেলিপাড়ার পরিচিত মুখ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। এর আগে ‘দুর্গা দূর্গেশ্বরী’তে নায়কের চরিত্রে দেখেছে দর্শক। এই সিরিয়ালটি তৈরি হচ্ছে ‘ক্রেজি আইডিয়াস মিডিয়াজ’-এর অধীনে।
6/7মানে পরিচালক-প্রযোজক স্বর্নেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থার অধীনে। তাঁর প্রযোজনা সংস্থার সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ এখন বেশ জনপ্রিয়। (ছবি-ফেসবুক)
7/7মোহনার নাচ আগেই মুগ্ধ করেছে দর্শককে। এবার পালা অভিনয়ের। ‘গৌরী এলো’তে দেখা মিলবে একধিক জনপ্রিয় অভিনেতার। অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ থাকছেন খলনায়িকার চরিত্রে, এছাড়াও থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায়, দ্বৈপায়ন দাসেরা। (ছবি-ইনস্টাগ্রাম)