সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার এস শ্রীসান্থ। এর জেরে ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে খেলা আর মাত্র একজন ক্রিকেটারই এখন সক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিনি বিরাট কোহলি। বাকি ক্রিকেটাররা আজ কোথায়, কী করছেন…
2/12এমএস ধোনি ২০১৯ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। কয়েকদিন পরেই শুরু হওয়া আইপিএলের আসন্ন সংস্করণে ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন। (ছবি:আইপিএল)
3/12বিরাট কোহলি এখনও সক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তবে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। সম্প্রতি নিজের ১০০তম টেস্ট ম্যাচ। আরও বেশ কয়েক বছর তিনি ভারতের হয়ে খেলবেন বলে আশা করা যায়।
4/12বীরেন্দ্র সেহওয়াগ ২০১৫ সালে নিজের ৩৭তম জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। প্রাক্তন ভারতীয় ওপেনার ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন। অবসর নেওয়ার পর থেকে সেহওয়াগ একজন সক্রিয় ধারাভাষ্যকার এবং বিশ্লেষক। হরিয়ানায় নিজের স্কুলও চালান সেহওয়াগ। - HT Photo
5/12সচিন তেন্ডুলকর ২০১৩ সালের নভেম্বরে নিজের ২০০তম টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এই কিংবদন্তি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তেন্ডুলকর সক্রিয় কোচিং করান না, তবে তিনি ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের পরামর্শদাতা এবং আইকন। মাস্টার ব্লাস্টার ধারাভাষ্যও করেছেন কয়েকটি ম্যাচে। (ছবি:রয়টার্স)
6/12ক্যান্সারে আক্রান্ত হয়েও ভারতকে বিশ্বকাপ জেতাতে নিজের সর্বস্ব দিয়েছিলেন যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিদেশি লিগ ও লেজেন্ডস ক্রিকেট খেলেছেন যুবি। পাশাপাশি তাঁর ‘YouWeCan’ নামক একটি স্পোর্টস ব্র্যান্ডও আছে।
7/12গম্ভীর বর্তমানে লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ২০১৯ সালে পূর্ব দিল্লি নির্বাচনী এলাকা থেকে জয়ী হন। তাছাড়া আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত তিনি। তাছাড়া বিভিন্ন সিরিজে ধারাভাষ্য দেন তিনি।
8/12গত চার বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর জহির। জহির ২০১৮ সালে মুম্বই দলে ক্রিকেটের পরিচালক হিসেবে যোগদান করেন এবং তখন থেকে সেই দায়িত্ব পালন করে এসেছেন।
9/12ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন হরভজন সিংও। তিনি পঞ্জাবি একটি টিভি শো-এর সঞ্চালক হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন।
10/12আইপিএল-এ প্রত্যাবর্তনের অপেক্ষায় থেকেও শেষ পর্যন্ত সুযোগ পাননি। দুই দিন আগে ক্রিকেট থেকে অবসর নেন কেরলের পেসার শ্রীসন্থ। মাঝে সিনেমায় অভিনয় করেছেন। বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নেমে ভোটে লড়ে হেরেওছেন।
11/12ধোনির পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন সুরেশ রায়না। এরপর থেকে আইপিএলে খেলে গিয়েছিলেন। তবে এবছর আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়নি। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)
12/12২০১১ বিশ্বকাপের পর মুনাফের ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যায় মুনাফ প্যাটেলের। এর পর মাত্র ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের হাত ধরে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ২০১৮ সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেন। এরপর লেজেন্ডস ক্রিকেট খেলেন তিনি।