প্রেমদিবসেই আইনি বিয়ে সেরে ফেলেছেন প্রমিতা-রুদ্রজিৎ। বিয়ের দিন কয়েকের মধ্যেই প্রমিতার জন্মদিনকে স্পেশ্যাল করে তুললেন রুদ্রজিৎ।
1/7প্রেমদিবসের দিনই আংটি বদল সেরে জীবনের নতুন অধ্য়ায় শুরু করেছেন রুদ্রজিৎ-প্রমিতা। সঙ্গে আইনি বিয়ের পর্বটাও মিটিয়ে নিয়েছেন সেই দিন। এবার প্রমিতার জন্মদিনকে স্পেশাল করে তুলতে দেখা গেল রুদ্রজিৎকে। ( ছবি ইনস্টাগ্রাম)
2/7অভিনেত্রীর জন্মদিনে ঘর বর্তি বেলুন দিয়ে সাজিয়ে কেক কেটে উদযাুন করতে দেখা গেল। সঙ্গে ছিলেন স্বামী রুদ্রজিৎ।
3/7এদিন লাল পোশাকে দেখা যায় প্রমিতাকে। অন্যদিকে সাদা ব্লেজার ডেনিম জিনসে দেখা যায় রুদ্রজিৎকে।
4/7আইনি বিয়ের পর জন্মদিনের অনুষ্ঠানে রুদ্রজিৎকে স্বামী বলেই উল্লেখ করেন প্রমিতা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘যখন husband surprised করে.. Best birthday gift..’।
6/7শহরের কোলাহল থেকে দূরে পুরুলিয়াতে ডেস্টিনেশন এনগেজমেন্ট সেরেছেন দুজনে। জীবনসাথী ধারাবাহিকের তৃর্ণর ভূমিকায় এখন দেখা যাচ্ছে রুদ্রজিৎকে। অন্যদিকে, প্রমিতা ব্যস্ত নিজের কাজ নিয়ে।
7/7জন্মদিনে প্রমিতাকে নিজের রানি হিসেবে সম্মোধন করেছন রুদ্রজিৎ। কেকের উপর সেই নামই লিখেছেন। প্রমিতার জন্মদিনের কেকের ছবি।