পিয়ালীর বাড়ির সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকী বাড়ি বন্ধক দিয়েও টাকা জোগাড়ের চেষ্টা হয়েছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। কিছু সরকারি-বেসরকারি সূত্র থেকে টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এখন তার কোনও পাত্তা নেই।
1/5অসাধ্য সাধন করেও বাধা টাকা। জোড়া শৃঙ্গ জয়ের পরেও সার্টিফিকেট পাচ্ছেন না চন্দননগরের পিয়ালী বসাক। নেপালের পায়োনিয়ার মাউন্টেনিয়ারিং এজেন্সি জানাল, বকেয়া টাকা না মেটালে শৃঙ্গ জয়ের শংসাপত্র দেওয়া হবে না। ঠিক কত টাকা?
2/5একটু-আধটু নয়, প্রায় ১৪ লক্ষ টাকা। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে যে এত বিপুল টাকা মেটানো অসম্ভব, তা বলাই বাহুল্য। ফাইল ছবি: ফেসবুক
3/5গত রবিবার বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করেন চন্দননগরের বঙ্গকন্যা। নূন্যতম অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেই এভারেস্ট জয় করেন তিনি। তার একদিন পরেই লোত্সে জয় করেন পিয়ালী। ফাইল ছবি: ফেসবুক
4/5পিয়ালীর বাড়ির সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকি বাড়ি বন্ধক দিয়েও টাকা জোগাড়ের চেষ্টা হয়েছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। কিছু সরকারি-বেসরকারি সূত্র থেকে টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এখন তার কোনও পাত্তা নেই। ফাইল ছবি: ফেসবুক
5/5সাহস ও শারীরিক সক্ষমতা ছাড়াও এই জাতীয় অভিযানে প্রয়োজন বিপুল পরিমাণ টাকা। কিন্তু এদেশে এই খাতে সাহায্য বা বিনিয়োগের সংখ্যা কম। পিয়ালীর ঘটনায় আরও একবার প্রমাণ হল সেই রূঢ় বাস্তব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)