আগ্রাসী রোহিত শর্মা, ‘অ্যাঙ্কর’ বিরাট কোহলি থেকে প্রতিভাদের বড় মঞ্চে নিয়ে যাওয়া রাহুল দ্রাবিড়- ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম তিন সেরা অস্ত্রের প্রশংসাস পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বললেন তিনি?
1/4 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের প্রশংসা করেছেন। জানিয়েছেন অভিনন্দন। আর তারপর ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ফাইনালের সেরা বিরাট কোহলিকে নিয়ে কয়েকটি কথাও লিখলেন প্রধানমন্ত্রী। (ছবি সৌজন্যে, এক্স @narendramodi)
3/4 বিরাট কোহলির সঙ্গে কথা বলার পরে মোদী বলেন, ‘প্রিয় বিরাট কোহলি, তোমার সঙ্গে কথা খুব ভালো লাগছে। ফাইনালে তুমি যে ইনিংসটা খেলেছো, সেটা দুর্দান্ত। দারুণভাবে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে গিয়েছো। তুমি ক্রিকেটের প্রতিটি ফর্ম্যাটেই তুমি জ্বলে উঠেছো। তোমায় মিস করবে টি-টোয়েন্টি ক্রিকেট। তবে আমি নিশ্চিত যে নয়া প্রজন্মের খেলোয়াড়দের তুমি অনুপ্রেরণা জোগাতে থাকবে।’ (ছবি সৌজন্যে রয়টার্স)
4/4 ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়েরও ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'কোচ হিসেবে রাহুল দ্রাবিড় যে অবিশ্বাস্য কাজ করেছেন, তা ভারতীয় ক্রিকেটের ‘সাফল্যের ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছে। তাঁর অটুট নিষ্ঠা, স্ট্র্যাটেজির পাশাপাশি প্রতিভাদের যেভাবে দেখভাল করেছেন, তা ভারতীয় দলকে পালটে দিয়েছে। তিনি যে অবদান রেখেছেন এবং যেভাবে তিনি বিভিন্ন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জুগিয়ে গিয়েছেন, তাতে তাঁর কাছে কৃতজ্ঞ ভারত।’ (ছবি সৌজন্যে রয়টার্স)