Agnipath in Air Force: দেশজুড়ে বিক্ষোভ চলছে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরোধিতায়। হিংসাত্মক রূপ নিয়েছে প্রতিবাদ। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে রক্ত ঝরেছে, জ্বলেছে আগুন। এরই মাঝে বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়ে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেছিলেন যাতে এই প্রকল্পের বিষয়ে সবিস্তারিত জানা উচিত তাদের। আর এরই মাঝে এবার বায়ুসেনার তরফে বিজ্ঞপ্তি জারি করে অগ্নিবীরদের নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হল।
1/5বায়ু সেনায় এই প্রকল্পের আওতায় নিযুক্ত জওয়ানদের 'ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫০' অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ক্যাম্পাস ইন্টারভিউ, স্টার পরীক্ষা সহ অন্যান্য প্রথাগত এবং আনুধিক উপায়ে অগ্নিবীরদের নিয়োগ করা হবে। অগ্নিবীরদের জন্য পৃথক ব়্যাঙ্ক থাকবে। (Mohammed Aleemuddin )
2/5নিয়োগ প্রক্রিয়ার অংশ হতে 'অগ্নিবীরদে'র অগ্নিপথ প্রকল্পের সব নিয়ম কানুন ও শর্তাবলী মেনে চলতে হবে। প্রার্থী ১৮ বছরের ছোট হলে নথি পত্রে সই করবেন তাঁর অভিভাবক। ২৪ জুন থেকে অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ শুরু হবে। (Mohammed Aleemuddin )
3/5বায়ুসেনার প্রকাশিত নথিতে অন্যান্য অনেক বিষয় উল্লেখ করা হয়েছে। যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মেডিক্যাল স্ট্যান্ডার্ড, মূল্যায়ন, ছুটি, পারিশ্রমিক, জীবন বিমা কভার ইত্যাদি তালিকাভুক্ত করা হয়েছে। (Mohammed Aleemuddin )
4/5অগ্নিবীররা নিজেদের ইউনিফর্মে পৃথক চিহ্ন থাকবে। তাঁদের সামরিক সম্মান ও পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে। এদিকে বছরে অগ্নিবীরদের ৩০টি ছুটি দেওয়া হবে। তাছাড়া 'সিক লিভ' দেওয়া হবে। (Mohammed Aleemuddin )
5/5চারবছর পর অগ্নিপীররা নিজেদের নাগরিক জীবনে ফিরে যাবেন। এর আগে যদি কেউ চাকরি ছেড়ে যেতে চান চাহলেও সংশ্লিষ্ট অগ্নিবীরকে ছেড়ে দেওয়া হবে। তবে 'ব্যতিক্রমী' ক্ষেত্রে সংশ্লিষ্ট অগ্নিবীরকে নাও ছাড়া হতে পারে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে প্রায় এক কোটি টাকা পাবে অগ্নিবীরদের পরিবার। কর্মরত অবস্থায় চাকরিতে অক্ষম হয়ে পড়লে ৪৪ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। সঙ্গে চাকরির বাকি সময় কালের সম্পূর্ণ বেতন ও তহবিলের প্যাকেজ পাবেন। ‘অগ্নিবীর কর্পস তহবিল’ গড়া হবে। প্রত্যেক অগ্নিবীরের মাসিক ৩০ শতাংশ আয় ওই তহবিলে জমা পড়বে। প্রভিডেন্ট ফান্ডের সমতুল্য সুদের হার দেবে সরকার। (Mohammed Aleemuddin )