শুরুটা হয়েছিল বিহার, উত্তরপ্রদেশ থেকে। 'অগ্নিপথ' প্রকল্পের আওতায় ভারতের সামরিক বাহিনীতে নিয়োগের হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তেলাঙ্গানা, হরিয়ানার মতো রাজ্যে। প্রতিবাদের নামে ওই রাজ্যগুলিতে তাণ্ডব চলছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ট্রেন। চলছে ভাঙচুর। দেখুন তাণ্ডবের ছবি -
1/11তেলাঙ্গানা: শুক্রবার সকালে দক্ষিণ-মধ্য রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্দ্রাবাদ স্টেশনে তাণ্ডব চলেছে। পুলিশ জানিয়েছে, লাঠি এবং পাথর নিয়ে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একদল উন্মত্ত জনতা। স্টেশনের দোকান এবং অফিসে ভাঙচুর চালানো হয়। (ছবি সৌজন্যে এএনআই)
9/11ঝাড়খণ্ডের ধানবাদ: ধানবাদে বিক্ষোভ বরং তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। লাইনের উপর অবস্থান করেন চাকরিপ্রার্থীরা। রেললাইনেই পুশ-আপ করেন। (ছবি সৌজন্যে এএনআই)
10/11 বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে একাধিক বাসে ভাঙচুর চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় বাসের কাঁচ। (ছবি সৌজন্যে এএনআই)