এই পরীক্ষা হবে সরকারের নির্ধারিত এন্ট্রান্স এক্সাম এজেন্সিগুলির মাধ্যমে এই পরীক্ষা হবে। এর আগে, ভারতীয় সেনায় যোগদানের জন্য যাঁরা আবেদন করতেন, তাঁদের প্রথমে শারীরিক পরীক্ষা দিতে হত। তারপর মেডিক্যাল টেস্ট আর তারও পরে লিখিত পরীক্ষা দিতে হত। তবে এবার থেকে সেই নিয়মে রদবদল হয়েছে।
1/5সেনায় অগ্নিবীরদের নিয়োগ নিয়ে নয়া বিধি চালু হল। এই নয়া প্রক্রিয়াতে কিছু রদবদল শুরু হচ্ছে। তবে নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়ায় যে রদবদল করা হচ্ছে, তাতে সিলেবাসে কোনও বদল হচ্ছে না। তবে পরীক্ষা হবে এবার অনলাইনে। এদিন, উত্তরবঙ্গ শাখার আর্মির রিক্রুটমেন্ট অফিসার কর্নাল সন্দীপ বাবু জানিয়েছেন, এবার থেকে নিয়োগের শারীরিক পরীক্ষার আগে হবে অনলাইনে ভর্তির পরীক্ষা। (ANI Photo) (PTI)
2/5এই পরীক্ষা হবে সরকারের নির্ধারিত এন্ট্রান্স এক্সাম এজেন্সিগুলির মাধ্যমে এই পরীক্ষা হবে। এর আগে, ভারতীয় সেনায় যোগদানের জন্য যাঁরা আবেদন করতেন, তাঁদের প্রথমে শারীরিক পরীক্ষা দিতে হত। তারপর মেডিক্যাল টেস্ট আর তারও পরে লিখিত পরীক্ষা দিতে হত। তবে এবার থেকে সেই নিয়মে রদবদল হয়েছে। (PTI Photo/ Raman Raina) (PTI)
3/5উল্লেখ্য, পুরনো নিয়োগ প্রক্রিয়ায় দেখা যেত, শারীরিক পরীক্ষা ও মেডিক্যাল টেস্টে পাশ করেও অনেকে লিখিত টেস্টে পাশ করতে পারছেন না। ফলে প্রথমের দুই পরীক্ষা নেওয়াটাই অনেক পরীক্ষার্থীর ক্ষেত্রে বৃথা হত। চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভারতীয় সেনার অগ্নিবীর স্কিমে অনলাইন আবেদনের প্রক্রিয়া। (PTI Photo) (PTI)
4/5অগ্নিবীর স্কিমে ভর্তির জন্য অনলাইনে ভর্তির প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ। www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর ১৭ এপ্রিল এই নিয়োগের পরীক্ষা দেশের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট কেন্দ্রে নেওয়া হবে। যাঁরা অনলাইনের লিখিত পরীক্ষায় পাশ করবেন, তাঁরাই একমাত্র বাকি শারীরিক পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে পারবেন। (PTI Photo) (PTI01_10_2023_000410B) (PTI)
5/5প্রসঙ্গত, এ রাজ্যে, উত্তরবঙ্গ শাখার জন্য অনলাইন বেস কম্পিউটার এক্সামের সেন্টার পড়ছে শিলিগুড়িতে ও সিকিমের সেন্টার হচ্ছে গ্যাংটকে। বলা হচ্ছে, নতুন যে প্রক্রিয়ায় অগ্নিবীরদের নিয়োগ হবে, তা অনেকটাই সহজ ও একমুখী।(PTI Photo) (PTI01_10_2023_000408A) (PTI)