Agniveer Recruitment in Navy: নৌবাহিনী চলতি বছরে নিয়োগের প্রথম ধাপে ২,৮০০টি পদ পূরণ করা হবে। তার জন্য শুক্রবার পর্যন্ত মোট ৩,০৩,৩২৮টি আবেদন জমা পড়েছে।
1/5অগ্নিপথ স্কিমে নৌবাহিনীতে নিয়োগ। আবেদন করলেন ৩ লক্ষেরও বেশি প্রার্থী। তার মধ্যে ২০,৪৯৯ জন মহিলা প্রার্থী রয়েছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (PTI)
2/5গত ১ জুলাই থেকে অগ্নিপথ স্কিমের অধীনে রেজিস্ট্রেশন শুরু হয়। আর তার পর থেকেই তুমুল উত্সাহে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। শনিবার ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এই খবর। (ছবি সৌজন্যে রয়টার্স) (PTI)
3/5নৌবাহিনী চলতি বছরে নিয়োগের প্রথম ধাপে ২,৮০০টি পদ পূরণ করা হবে। তার জন্য শুক্রবার পর্যন্ত মোট ৩,০৩,৩২৮টি আবেদন জমা পড়েছে। নতুন মডেলের অধীনে নিযুক্তদের অগ্নিবীর বলা হবে। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
4/5তবে বিমানবাহিনীতে যোগদানের জন্য আবেদনের সংখ্যা এর দ্বিগুণেরও বেশি। অগ্নিপথ স্কিমে ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য ৭,৫০,০০০ আবেদন জমা পড়েছে। সিটের সংখ্যা ৩,০০০। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
5/5অন্যদিকে, সেনাবাহিনীতে(আর্মিতে) মোট সিটের সংখ্যা ৪০ হাজার। প্রতীকী ছবি: পিটিআই (PTI)