দুপুরে স্বামীকে চাপাটি ও কারি খেতে দিয়েছিলেন তিনি। রান্নার সময়ে ভুলবশত তাঁর নুন বেশি হয়ে গিয়েছিল। সেই লঘু পাপেই গুরু দণ্ড দেওয়া হয় তাঁকে।
1/4তরকারিতে অতিরিক্ত নুন। রাগের বশে স্ত্রীর মাথা নেড়া করে দিলেন এক ব্যক্তি। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনও চালান ওই ব্যক্তি। প্রতীকী ছবি: টুইটার (Twitter)
2/4আট বছর আগে ইমরানের সঙ্গে রিজওয়ানার বিয়ে হয়েছিল। বুধবার ভাটভা পুলিশের এফআইআর দায়ের করেন তিনি। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
3/4তিনি জানান, দুপুরে স্বামীকে চাপাটি ও কারি খেতে দিয়েছিলেন তিনি। রান্নার সময়ে ভুলবশত তাঁর নুন বেশি হয়ে গিয়েছিল। সেই লঘু পাপেই গুরু দণ্ড দেওয়া হয় তাঁকে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
4/4রিজওয়ানার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করেন ওই ব্যক্তি। তারপর চুল টেনে ধরে একটি ক্ষুর দিয়ে চেঁচে দেন বলে অভিযোগ। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)