বাংলা নিউজ > ছবিঘর > 'আর কয়েক বছর পর অফিসে কেরানির চাকরি আর থাকবে না,' কেমন এমন বলছেন IBM কর্তা?

'আর কয়েক বছর পর অফিসে কেরানির চাকরি আর থাকবে না,' কেমন এমন বলছেন IBM কর্তা?

আগামিদিনে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বহু চাকরি খেয়ে নেবে বলে ভয় পাচ্ছেন অনেকে। এদিকে সেই একই সুর শোনা গেল IBM-এর CEO-র মুখেও। বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থার কর্তা অরবিন্দ কৃষ্ণ জানালেন, আগামিদিনে কৃত্রিম বুদ্ধিমত্তা 'ক্লারিকাল হোয়াইট-কলার চাকরি' দখল করে নেবে।