১৬ জানুয়ারি আনোয়ার মামলার পরের শুনানি…AIFFর PSCর সিদ্ধান্তে অক্সিজেন লালহলুদের!
Updated: 20 Dec 2024, 12:48 PM ISTআনোয়ার আলি মামলায় বড় স্বস্তি পেল ইস্টবেঙ্গল ক্লাব। কয়েক মাস আগেই এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জেরে লালহলুদ চাপে পড়ে গেছিল। আনোয়ার তো বটেই, ইস্টবেঙ্গলেরও প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল শাস্তি, যদিও এবার অনেকটাই চাপহীন হয়ে গেল লালহলুদ শিবির।
পরবর্তী ফটো গ্যালারি