হাতে সময় কম! নকআউট ফরম্যাটে সুপার কাপ আয়োজনের ভাবনায় AIFF… বদলাবে কোনও নিয়ম?
Updated: 12 Dec 2024, 10:00 AM ISTমরশুমের মাঝামাঝি হয়ে গেলেও এখনও ভারতীয় ফুটবলের প্রধান নকআউট প্রতিযোগিতা সুপার কাপ কবে হবে, তার কোনও উত্তর নেই ফেডারেশনের কাছে। আসলে এআইএফএফ সুপার কাপের জন্য গোটা আইএসএলের সময়টাকেই ধরে রেখেছে হাতে, কিন্তু এখনও পর্যন্ত তাঁরা স্থির করতে পারেনি ঠিক কোন সময় কীভাবে এই প্রতিযোগিতা হবে।
পরবর্তী ফটো গ্যালারি