Updated: 01 Nov 2021, 10:24 AM IST
লেখক Priyanka Bose
প্রেমিকের জন্মদিনে সামাজিক মাধ্যমে ভালোবাসামাখা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা।
1/4জীবনের অনেকটা ঝড় পেরিয়েও সম্পর্ককে আগলে রেখেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী এবং অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবনের প্রতিটা মুহূর্তের প্রেমিকাকে আগলে আগলে রেখেছেন সব্যসাচী। তাঁর জন্মদিনে বিশেষ ভাবে শুভেচ্ছা জানাতে দেখা গেল ঐন্দ্রিলাকে। (ছবি ইনস্টাগ্রাম)
2/4সব্যসাচীর জন্মদিনে তিনটি অদেখা মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা। ক্যাপশনে লিখলেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা সব্যসাচী। অনেক ভালবাসা। আমাদের রসায়ন এই রকম থাকুক সারাজীবন।'
3/4অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর সব্যসাচী চৌধুরীর প্রেমটা এখন কারোই অজানা নয়। বছরের শুরুতে ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে প্রেমিকাকে আরও বেশি আগলে রাখতে দেখা গেছে পর্দার বামাক্ষ্যাপাকে।
4/4মাঝেমধ্যেই নিজের ফেসবুক পোস্টে ঐন্দ্রিলার স্বাস্থ্যের খবর ভাগ করে নেন অভিনেতা সব্যসাচী। কিছুদিন আগেই ‘জিয়ন কাঠি’ নায়িকার অস্ত্রোপচার হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। ঐন্দ্রিলার জন্মদিনের শুভেচ্ছা জানানোর ছবি দেখে, নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।