এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীন তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই, শঙ্কর মিশ্রের আইনজীবীদের প্রশ্ন, তবে কি কাল্পনিক কোনও সিট থেকে বিমানে মূত্রত্যাগ করেছেন শঙ্কর? তাঁদের প্রশ্ন, বিমানে নাইন এ-তে বসা যাত্রীর গায়ে শঙ্কর কীভাবে মূত্রত্যাগ করতে পারেন, যেখানে ৯সিতে বসা যাত্রীকে তা কোনওভাবেই প্রভাবিত করেনি?
1/5এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে সহযাত্রী শঙ্কর মিশ্রের প্রস্রাব করার অভিযোগ ঘিরে গত কয়েক দিন একাধিক মোড় এসেছে ঘটনা পরম্পরায়। অভিযোগ মানতে না চেয়ে একাধিক যুক্তি দিয়েছেন শঙ্কর মিশ্রের আইনজীবীরা। এদিকে সদ্য প্রকাশিত হয়েছে এয়ার ইন্ডিয়ার অন্তবর্তী তদন্ত রিপোর্ট। আর এই রিপোর্ট নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শঙ্কর মিশ্রের আইনজীবীরা। (ANI) (ANI)
2/5প্রথমে অভিযোগ ওঠে শঙ্কর মিশ্র তাঁর সহযাত্রী বৃদ্ধা মহিলার গায়ে প্রস্রাব করেছেন। পরে শঙ্কর মিশ্রের আইনজীবীরা দাবি করেন, বৃদ্ধা নিজেই নিজের গায়ে প্রস্রাব করেন বিমানে। এরপর এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীন তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসতেই, শঙ্কর মিশ্রের আইনজীবীজের প্রশ্ন, তবে কি কাল্পনিক কোনও সিট থেকে বিমানে মূত্রত্যাগ করেছেন শঙ্কর? তাঁদের প্রশ্ন, বিমানে নাইন এ-তে বসা যাত্রীর গায়ে শঙ্কর কীভাবে মূত্রত্যাগ করতে পারেন, যেখানে ৯সিতে বসা যাত্রীকে তা কোনওভাবেই প্রভাবিত করেনি? (AP) (ANI)
3/5আরও বিশ্লেষণ করে বললে বলা যায়, শঙ্কর মিশ্রের আইনজীবীর প্রশ্ন, বিমানে নাইনএ-তে বসে থাকা অভিযোগকারী মহিলার গায়ে শঙ্কর মিশ্র যদি প্রস্রাব করেন, তাহলে নাইন সিতে বসে থাকা যাত্রী কোনওভাবেই ঘটনায় প্রভাবিত হলেন না কীভাবে? একদাপ এগিয়ে শঙ্করের আইনজীবীর প্রশ্ন, ‘তাহলে ধরে নিতে হবে সেখানে নাইন বি সিটটি ছিল।’ প্রসঙ্গত বিজনেস ক্লাসে নাই বি সংখ্যার কোনও সিট নেই। সেই যুক্তিতে শঙ্করের আইনজীবীর প্রশ্ন, তাহলে কি নাইনবির কাল্পনিক সিট থেকে প্রস্রাব করছিলেন শঙ্কর? (ANI Photo) (ANI)
4/5 অভিযোগ খণ্ডন করে শঙ্করের আইনজীবী বলছেন, সিট যান্ত্রিকভাবে বন্ধ থাকায় নাইনবির সিট থেকে কিছুতেই নাইন এর কাছে পৌঁছতে পারেন না শঙ্কর মিশ্র। ফলে বৃদ্ধার সামনে দাঁড়িয়ে প্রস্রাব করার অভিযোগকে পুরোপুরি খণ্ডন করছেন তাঁর আইনজীবীরা। (ANI Photo) (ANI)
5/5উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক বৃদ্ধা মহিলার গায়ের ওপর প্রস্রাব কারর অভিযোগ রয়েছে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে। তাঁর নামে লুক আউট নোটিস জারি করে পরে তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। চলছে মামলা। এরই মাঝে শঙ্কর মিশ্রকে আগামী ৪ মাসের জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে সংস্থা। এছাড়াও প্রকাশিত হয়েছে সংস্থার অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট। তারপরই শঙ্কর মিশ্রের আইনজীবী বক্তব্য রেখেছেন। (PTI Photo/Ravi Choudhary) (ANI)