শঙ্করের বাবার দাবি, ‘ উনি (ঘটনার শিকার মহিলা) ৭২ বছরের, আর তিনি ওঁর (শঙ্কর) মায়ের মতো। সে (শঙ্কর) ৩৪ বছরের একটি ছেলে। সে বিবাহিত রয়েছে ১৮ বছর বয়সী মেয়ে। এটা সে কী করে করতে পারে? ’ এদিকে, শঙ্কর মিশ্রের তরফে আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার শিকার মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে।
1/4এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে এক বৃদ্ধা মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ রয়েছে মহিলার সহযাত্রী শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। এদিন শঙ্করকে তাঁর অফিস থেকে এই ঘটনার জেরে ছাঁটাই করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই দিল্লি পুলিশ শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল। তারপর মার্কিনি সংস্থায় কর্মরত শঙ্কর খোয়ালেন চাকরিও। (PTI Photo, শঙ্কর মিশ্রের বাড়ি) (PTI)
2/4এদিকে, ছেলে শঙ্করের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করলেন তাঁর বাবা শ্যাম মিশ্র। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ছেলে ৩০-৩৫ ঘণ্টা ঘুমোননি। ডিনারের পর তাঁকে নিশ্চয় কেবিন ক্রিউ কোনও ড্রঙ্ক দিয়েছিলেন, যা তিনি সেবন করেন। তারপর ঘুমোন। আমি যা বুঝছি এয়ার লাইন্স স্টাফরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করেন।’ শঙ্করের বাবার দাবি, ‘ উনি (ঘটনার শিকার মহিলা) ৭২ বছরের, আর তিনি ওঁর (শঙ্কর) মায়ের মতো। সে (শঙ্কর) ৩৪ বছরের একটি ছেলে। সে বিবাহিত রয়েছে ১৮ বছর বয়সী মেয়ে। এটা সে কী করে করতে পারে? ’ (PTI)
3/4এদিকে, আজ শঙ্কর মিশ্রের তরফে আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার শিকার মহিলাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। আর প্রস্রাবের ঘটনার কোনও সাক্ষীও ছিল না। এদিকে, শঙ্কর যে সংস্থায় কর্মরত ছিলেন, সেই ‘ওয়েলস ফারগো’ জানিয়েছে, এই ঘটনা ‘গভীরভাবে ’অস্বস্তিকর'। আর সেই কারণেই তারা শঙ্করকে চাকরি থেকে বরখাস্ত করেছে বলে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে। (Representative Image) (PTI)
4/4এদিকে, দিল্লির পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরএ বলা হয়েছে, ওই মহিলার কাছে গিয়ে কার্যত ভিক্ষা চেয়ে শঙ্কর আবেদন করেছিলেন যাতে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা না হয়। তাঁর আগে কেবিল ক্রিউদের সামেন শঙ্কর এই ঘটনার পর কেঁদেও ফেলেন বলে খবর। তিনি বহুবার ক্ষমা চান বলে খবর। মহিলার কাছে আবেদন জানান যে, তাঁর মেয়ে ও স্ত্রী যেন এই ঘটনা দ্বারা প্রভাবিত না হন। (PTI Photo/Kunal Patil) (PTI)