Noapara to Airport Metro Latest Update: এয়ারপোর্ট মেট্রোয় বাকি ১ লাইনের কাজ, শেষ হতে কতদিন লাগতে পারে? তারপর হবে আবেদন
Updated: 18 Dec 2024, 11:49 PM ISTএয়ারপোর্ট মেট্রোর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। প্রস্তুতিমূলক দৌড়ও হয়েছে। তবে এয়ারপোর্ট মেট্রোর একটা লাইনের কাজ এখনও অসম্পূর্ণ আছে। সেটা দ্রুত শেষ করে কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমোদনের জন্য আবেদন করা হবে।
পরবর্তী ফটো গ্যালারি