1/5এখনকার দিনে অনেকেরই কাজ বা বিনোদনের প্রয়োজনে অতিরিক্ত ডেটা লাগে। তাঁদের জন্যই ব্যবস্থা করেছে Airtel । সংস্থার বর্তমানে চারটি ডেটা বুস্টার প্যাক রয়েছে। ছবি : এয়ারটেল (Airtel)
2/5প্রথম প্যাকটি ১০০ টাকায় পাবেন। এটি Airtel-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্ল্যানও এটি। এই প্যাকে ব্যবহারকারীরা ১৫GB ডেটা পাবেন। অর্থাৎ ১GB ডেটার দাম ৬.৬৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Airtel)
3/5দ্বিতীয় প্যাকটি ২০০ টাকার। ৩৫ GB ডেটা অফার করে। অর্থাৎ ১GB ডেটার দাম ৫.৭১ টাকা। যা উপরে উল্লিখিত প্ল্যানের থেকে প্রায় ১ টাকা কম। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Airtel)
4/5তৃতীয় প্যাকটি ৩০০ টাকায় পাবেন। মোট ৫০ GB ডেটা পাবেন। অর্থাৎ ১GB ডেটার দাম ৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Airtel)
5/5চতুর্থ প্যাকটি ৫০০ টাকার। ৯০ GB ডেটা অফার করে। অর্থাৎ ১GB ডেটার দাম ৫.৫৫ টাকা করে পড়বে৷ ছবি : মিন্ট প্রিন্ট (Airtel)