বাংলা নিউজ >
ছবিঘর >
Airtel Recharge Plans: Jio-কে ছাপিয়ে ১০০ টাকার কমে নয়া রিচার্জ প্ল্যান আনল Airtel, কী কী সুবিধা মিলবে?
Airtel Recharge Plans: Jio-কে ছাপিয়ে ১০০ টাকার কমে নয়া রিচার্জ প্ল্যান আনল Airtel, কী কী সুবিধা মিলবে?
Updated: 21 Dec 2021, 10:28 PM IST
লেখক Ayan Das
- জিয়োকে ছাপিয়ে নয়া রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল। যে প্ল্যানের জন্য খরচ পড়বে ১০০ টাকারও কম। জেনে নিন বিস্তারিত -
1/6এতদিন ১১৯ টাকায় সবথেকে সস্তায় এসএমএস-সহ রিচার্জ প্ল্যানে সুবিধা দিত রিলায়েন্স জিও। এবার ৯৯ টাকার রিচার্জ প্ল্যান আনল এয়ারটেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/6কী কী সুবিধা আছে এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানে? ১) ৯৯ টাকার টকটাইম পাওয়া যায়। ২) ভ্যালিডিটি ২৮ দিনের। ৩) এসটিডি/লোকাল/ল্যান্ডলাইনে ফোন করলে প্রতি সেকেন্ডে এক পয়সা কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/6আর কী কী সুবিধা আছে এয়ারটেলের ৯৯ টাকার প্ল্যানে? ২০০ MB ডেটা মিলবে। লোকাল এসএমএস পিছু এক টাকা কাটবে। এসটিডি এসএমএস পিছু ১.৫ টাকা কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
4/6এয়ারটেলের প্ল্যানের থেকে জিয়োর প্ল্যানে ২০ টাকা বেশি খরচ পড়ে। কিন্তু তাতে বাড়তি সুবিধা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (REUTERS)
5/6জিয়োর ১১৯ টাকার প্ল্যানের ভ্যালি়ডিটি ১৪ দিনের। ১.৫ GB জেটা পাওয়া যায়। আছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ। ৩০০ টি এসএমএস করা যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
6/6সেইসঙ্গে বিনামূল্যে JioCinema, JioTV, JioCloud এবং JioSecurity-র সাবস্ক্রিপশন পাওয়া যায় জিয়োর ১১৯ টাকার প্ল্যানে। (ছবি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
অন্য গ্যালারিগুলি