একের পর এক অফার আনছে সংস্থাগুলি। এবার সেই তালিকাতে...
more
একের পর এক অফার আনছে সংস্থাগুলি। এবার সেই তালিকাতেই একটি নয়া প্ল্যান চালু করল Airtel ।
1/5দাম বাড়ানোর পরে এখন বাজারে একটা প্রশ্ন, 'কোনটায় লাভ বেশি?' আর সেই প্রশ্নের জবাব হতেই লড়ছে এয়ারটেল, ভি এবং রিলায়েন্স জিও। একের পর এক অফার আনছে সংস্থাগুলি। এবার সেই তালিকায় একটি নয়া প্ল্যান চালু করল Airtel ।
2/5৬৬৬ টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান চালু করেছে এয়ারটেল। ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স। (Reuters)
3/5টেলিকম টকের রিপোর্ট অনুসারে, এয়ারটেলের এই প্ল্যানে ৭৭ দিন ভ্যালিডিটি। ব্যবহারকারীরা ১.৫ GB করে দৈনিক ডেটা পাবেন। অর্থাত্ সম্পূর্ণ সময়কালে মোট ১১৫ GB ডেটা পাবেন। ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই (ANI)
4/5আনলিমিটেড ভয়েস কলিং এবং দিনে ১০০টি SMS-ও পাবেন। ছবি : মিন্ট প্রিন্ট (MINT_PRINT)
5/5এর পাশাপাশি এক মাসের জন্য Amazon প্রাইম ভিডিয়োর মোবাইল ভার্সানের মেম্বারশিপ, তিন মাসের জন্য Apollo 24|7 সার্কেল, Shaw Academy, FASTag লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া বিনামূল্যে HelloTunes এবং Wink Music-ও থাকছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)