Airtel 5g Rollout in August: অগস্ট মাসেই 5G পরিষেবা রোলআউট শুরু করবে Airtel । ইতিমধ্যেই এরিকসন, নোকিয়া এবং স্যামসাংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। Airtel ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্যারিয়ার।
1/5এরিকসনের সাহায্যে এয়ারটেল মোট ১২টি সার্কেলে পরিষেবা চালু করবে। অন্যদিকে Samsung সংস্থার নতুন অংশীদার হিসাবে যোগ দিয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/5'আমাদের নেটওয়ার্ক চুক্তি কাজ প্রায় শেষ। এয়ারটেল আমাদের গ্রাহকদের সম্পূর্ণ 5G সুবিধা প্রদান করতে আমাদের সঙ্গে কাজ করবে। এ বিষয়ে বিশ্বের সেরা প্রযুক্তি পার্টনারদের নিয়ে কাজ এগোবে,' জানালেন গোপাল ভিট্টল, এয়ারটেলের এমডি এবং সিইও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT Bangla)
3/5তিনি জানান, এয়ারটেলকে অতি-উচ্চ-গতি, কম লেটেন্সি এবং প্রচুর পরিমাণে ডেটা হ্যান্ডলিংয়ের ক্ষমতা সহ নেটওয়ার্ক হিসাবে গড়ে তোলা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT Bangla)
4/5সম্প্রতি স্পেকট্রাম নিলাম সম্পন্ন হয়। তাতে Airtel ৯০০ MHz, ১৮০০ MHz, ২১০০ MHz, ৩৩০০ MHz, এবং ২৬ GHz ফ্রিকোয়েন্সিতে ১৯৮৬৭.৮ MHz স্পেকট্রামের জন্য বিড করে। ৪৩,০৩৪ কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (HT Bangla)
5/5গত এক বছরে, এয়ারটেল দেশের বহু জায়গায় একাধিক অংশীদারের সঙ্গে ট্রায়াল চালিয়েছে। হায়দরাবাদে একটি লাইভ 4G নেটওয়ার্কের মাধ্যমে ভারতের প্রথম 5G-র ডেমো দিয়েছে। ছবি : মিন্ট প্রিন্ট (HT Bangla)